ব্যুরো নিউজঃ লন্ডনঃ মাংস খাওয়ার ইচ্ছে হওয়ায় এবার দুই পুরুষ সঙ্গীকে নিয়ে এক কিশোরীকে ধর্ষণের ঘটনার পাশাপাশি সেই ধর্ষণের ভিডিও রেকর্ড করে নেটমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনায় ৩৭ বছর বয়সী ভিকি বেভান নামে এক মহিলাকে গ্রেফতার করা হয়।
জানা গেছে, ভিকি টনি হাটন ও পল রাফার্টি নামে দুই পুরুষ সঙ্গীকে নিয়ে এক কিশোরীকে অপহরণ করে ওই কিশোরীকে ধর্ষণ করে হত্যা করে। ফলে পুলিশ টন এবং পলকেও গ্রেফতার করেন।
Sponsored Ads
Display Your Ads Here
পুলিশ সূত্রে জানা গিয়েছে যে, ভিকি এক জন ব্যক্তিকে এই ধর্ষণের ঘটনার ছবি পাঠিয়ে সেক্স চ্যাটও করে। এই হত্যাকাণ্ডের মামলায় ভিকিকে লিভারপুল টাউন আদালতে তোলা হলে বিচারক তার এই কাজকে জঘন্য প্রবৃত্তি বলে মন্তব্য করেন।
Sponsored Ads
Display Your Ads Here
একইসাথে বিচারক ভিকিকে গণধর্ষণ সহ মোট ৩৪ টি যৌন অপরাধের ঘটনায় দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে। এছাড়া টন ও পলকেও দশ বছর এবং চার বছরের সাজা দেওয়া হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here