নিজস্ব সংবাদদাতাঃ হাওড়াঃ গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে গতকাল হাওড়ার গোলাবাড়ি থানার পুলিশ হাওড়া স্টেশন চত্বর থেকে এক জন মহিলাকে প্রচুর পরিমাণ নিষিদ্ধ মাদক সহ আটক করেন। ধৃত মহিলার নাম মনু শেখ। বয়স ৫৪ বছর। বাড়ি দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের জীবনতলায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, পুলিশের কাছে খবর ছিল যে, এক জন মহিলার মাধ্যমে প্রচুর পরিমাণ নিষিদ্ধ মাদক পাচার হবে। সেই মতো মঙ্গলবার সন্ধ্যাবেলা পুলিশ সাদা পোশাকে স্টেশন চত্বরে নজরদারি শুরু করেছিলেন। এরপর রাতেরবেলা ৮টা নাগাদ স্টেশন সংলগ্ন এলাকায় মনু শেখকে ব্যাগ নিয়ে ঘুরে বেড়াতে দেখে পুলিশের সন্দেহ হতেই তার পিছু নেয়।
তারপর মনু শেখকে ডবসন রোড সংলগ্ন কিংস রোডে আটক করে সাথে থাকা ব্যাগে তল্লাশি চালালে সেখান থেকে ১ কেজি ৩২০ গ্রাম হেরোইনের কয়েকটি প্যাকেট উদ্ধার হয়। যার বর্তমান বাজারমূল্য প্রায় সাড়ে ছ’কোটি টাকা। এরপরেই মনু শেখকে গ্রেফতার করা হয়েছে।
![- Sponsored -](https://indianprimetime.in/wp-content/uploads/2021/02/advertisehere.png)
- Sponsored -
প্রাথমিক জিজ্ঞাসাবাদের পরে পুলিশের অনুমান, ওই মহিলা মূলত ক্যারিয়ার। দক্ষিণ চব্বিশ পরগণা থেকে হেরোইন নিয়ে হাওড়ায় কোনো ব্যক্তিকে পাচার করাই উদ্দেশ্য ছিল। গতকাল মনু শেখকে হাওড়া আদালতে তোলা হলে বিচারক মনু শেখের জামিনের আবেদন নাকচ করে এদিন আদালতে তোলার নির্দেশ দিয়েছেন।
তবে এই বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদক পাচারের পিছনে যে বড়ো চক্র আছে, সেই চক্রের বিষয়ে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা চলছে। যদিও ওই চক্রটি ভিন্ রাজ্যের বলে ধারণা করা হয়েছে।