নিজস্ব সংবাদদাতাঃ উত্তর দিনাজপুরঃ সম্প্রতি উত্তর দিনাজপুরের ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া কালিয়াগঞ্জ ব্লকের অনন্তপুর গ্রাম পঞ্চায়েতের উত্তর লক্ষ্মীপুরে স্থানীয়রা ঘন ঘন অসুস্থ হয়ে পড়ছেন। আর এর দায় একটি পরিবারের উপর বর্তায়। ফলে গতকাল তিনটি গ্রামের বাসিন্দারা ওই পরিবারের সদস্যদের ডাইনী অপবাদ দিয়ে বেধড়ক মারধর করেন।
স্থানীয় সূত্রের খবর, ওই গ্রামে শিশু থেকে যুবক-যুবতী, সকলে বিভিন্ন রোগে ভুগছেন। আশপাশের গ্রাম সহ লক্ষ্মীপুরে বেশ কয়েক জন মারাও গিয়েছেন। এর জন্য গ্রামবাসীরা এক জন গুণিনের কাছে গেলে তিনি নিদান দেন, গ্রামের বাসিন্দা মনোরঞ্জন বর্মণের পরিবারের জন্য গ্রামে যত অসুখ-বিসুখ। মনোরঞ্জনবাবুর বাড়িতে ডাইনী আছে। এরপরই গতকাল রাতেরবেলা প্রায় পাঁচশো লোক তাদের বাড়ি ঘেরাও করে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেন। তারপর দা ও ধারালো অস্ত্র নিয়ে মনোরঞ্জনবাবুর পরিবারের উপর চড়াও হন।
Sponsored Ads
Display Your Ads Here
আর ওই বাড়ির গৃহবধূ প্রীতিবালা বর্মণকে অস্ত্র দিয়ে মারধর করেন। এর জেরে প্রীতিবালার মাথা ফেটে যায়। দিলীপ বসাক নামে এক জনের ঘাড়েও অস্ত্রের কোপ পড়েছে। তার হাতের আঙুল কেটে গিয়েছে বলে জানা গিয়েছে। কালিয়াগঞ্জ থানার পুলিশ গ্রামে অশান্তির খবর পেয়ে পরিস্থিতি আয়ত্তে আনতে গেলে কার্যত হিমসিম খেতে হয়। কালিয়াগঞ্জ থানার আইসি দেবব্রত মুখোপাধ্যায়, রায়গঞ্জ পুলিশ জেলার এএসপি কুন্তল বন্দ্যোপাধ্যায় এবং এসডপিও নীলেশ শ্রীকান্ত গাইকোরা ঘটনাস্থলে এসে উপস্থিত হন।
Sponsored Ads
Display Your Ads Here
পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। নিরাপত্তার স্বার্থে আক্রান্ত পরিবারের সদস্যদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। আর নতুন করে যাতে অশান্তি না ছড়ায় সেজন্য এলাকায় পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে। পাশাপাশি গ্রামবাসীদের বোঝানো হচ্ছে যে, তারা কুসংস্কারে বিশ্বাস করে প্রতিবেশীকে আক্রমণ করছেন।
Sponsored Ads
Display Your Ads Here