Indian Prime Time
True News only ....

হড়পা বানের জেরে চালক ও খালাসি সহ ভেসে গেল ১ টি ট্রাক

- Sponsored -

- Sponsored -

নিজস্ব সংবাদদাতাঃ জলপাইগুড়িঃ জলপাইগুড়ির মালবাজারের মাল নদীর খাতে নেমে বেআইনী ভাবে বালি তোলার সময় আচমকা হড়পা বানে জলস্তর বেড়ে যাওয়ায় একটি ট্রাক চালক ও খালাসি সমেত ভেসে গেল। তবে ভাগ্যক্রমে চালক এবং খালাসি প্রাণে বেঁচে গেলেন।

উল্লেখ্য, গত কয়েক দিন ধরে ডুয়ার্স ও তার সংলগ্ন পাহাড়ে লাগাতার বৃষ্টি হওয়ায় পাহাড় থেকে সমতলে বৃষ্টিধারা নেমে আসে। আর হঠাৎ করে খরস্রোতা মাল নদীতে হড়পা বান দেখা যায়। তখন ট্রাকটি নদী খাতেই ছিল। কিন্তু বালি তোলা নিষিদ্ধ হলেও চালক এবং খালাসি লুকিয়ে সেই কাজ করছিলেন। ফলে ট্রাকটি জলস্রোতে ভেসে গেলে কোনো ভাবে চালক ও খালাসি উঠে দাঁড়ান। শেষমেশ তাদের জেসিবি যন্ত্র এনে দড়ি দিয়ে টেনে উদ্ধার করা হয়।

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

ট্রাকের মালিক সুরেশ যাদব অবশ্য বালি তোলার অভিযোগ অস্বীকার করে জানান, ‘‘গাড়ি পরিষ্কার করার জন্যই মাল নদীর পাশের অংশে ট্রাক নামিয়ে কাজ চলছিল। তবে হঠাৎ করেই নদীর জলস্তর বেড়ে যাওয়ায় বাকিরা তীরে উঠে আসেন। কিন্তু গাড়িতেই চালক সহ খালাসি আটকে পড়েন। আর জলের স্রোত ক্রমে বাড়তে থাকায় তা মুহূর্তের মধ্যে কাচ অবধি উঠে যায়।’’

এদিকে বিকেলবেলার পর মাল শহর জুড়ে আবার মুষলধারে বৃষ্টিপাত শুরু হওয়ায় উদ্ধারকার্যে বাধা আসে। ট্রাকটি জলের স্রোতে প্রায় ৭০ মিটার ভেসে গিয়ে একটি বড়ো পাথরে আটকে যায়। এরফলে ক্রেন এবং জেসিবি আনলেও ট্রাকটিকে উদ্ধার করা সম্ভব হয়নি।

- Sponsored -

- Sponsored -

Get real time updates directly on you device, subscribe now.

- Sponsored -

- Sponsored -

- Sponsored