নিজস্ব সংবাদদাতাঃ হুগলীঃ আজ সকালবেলা হুগলীর ব্যান্ডেলের জিআরপির তৎপরতায় হাওড়াগামী দূন এক্সপ্রেস থেকে ১০০ টি কচ্ছপ উদ্ধার হয়েছে। পাশাপাশি পুলিশ একজন পাচারকারীকে গ্রেপ্তারও করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, উত্তরপ্রদেশের অমেঠীর গাঁধীনগরের বাসিন্দা ৩২ বছর বয়সী বাবুলাল কাঞ্জার দূন এক্সপ্রেসে করে ব্যান্ডেল স্টেশনে নেমেছিলেন। পুলিশ গোপন সূত্রে্র ভিত্তিতে খবর পেয়ে ট্রেনের কামরায় তল্লাশি চালানোর সময় দেখতে পায় দুই নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাবুলাল নামে ওই ব্যক্তি বস্তা নিয়ে যাচ্ছেন।
Sponsored Ads
Display Your Ads Here
এরপর তাকে আটক করে সেই বস্তা থেকে ১০০ টি কচ্ছপ উদ্ধার করে। পুলিশ উদ্ধার হওয়া কচ্ছপ নিয়ে যাওয়ার জন্য বন দপ্তরকে খবর দিয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
প্রসঙ্গত গত শে ২২ অক্টোবর ব্যান্ডেল জিআরপি দূন এক্সপ্রেসে কচ্ছপ পাচার করার সময় ১২৫ টি বিরল প্রজাতির কচ্ছপ সহ দুই মহিলা সহ তিনজনকে গ্রেপ্তার করেছিল। এছাড়া ২৩ শে নভেম্বর শ্রীরামপুর স্টেশনে দূন এক্সপ্রেস থেকে ৪২ টি কচ্ছপ সহ একজনকে গ্রেপ্তার করা হয়।
Sponsored Ads
Display Your Ads Here