নিজস্ব সংবাদদাতাঃ নদীয়াঃ গতকাল নদীয়ার তাহেরপুর থানার খামার শিমুলিয়া এলাকা থেকে উদ্ধার হলো একজন টোটো চালকের ক্ষত-বিক্ষত দেহ। মৃতের নাম রাকেশ মণ্ডল। বয়স ২৮ বছর।
পরিবার সূত্রে জানা যায়, রাকেশের শান্তিপুর থানার চাপাতলায় বাড়ি হলেও বীরনগর শহরের খাঁপাড়ায় মামাবাড়িতেই থাকত। পরিবারে অভাব থাকায় মাধ্যমিকের পর আর পড়াশোনা করা হয়নি। তাই প্রায় চার বছর থেকে টোটো চালাচ্ছে। মাঝে টোটো খারাপ হয়ে যাওয়ায় মাস ছয়েক আগে আবার একটি পুরনো টোটো কিনে চালানো শুরু করে।
কিন্তু সোমবার বিকেলবেলা ভাড়ার জন্য জালালখালি যায়। বিকেলবেলা বাড়ি থেকে বের হলে রাত হয়ে গেলেও বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। এদিকে রাকেশের মোবাইল ফোনও বন্ধ থাকায় তাহেরপুর থানায় জানান।
এরপর জানতে পারেন, তাহেরপুর থানার একেবারে শেষ প্রান্তে বাদকুল্লা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের খামার শিমুলিয়া এলাকায় অঞ্জনা নদীর ধারে একটি দেহ পাওয়া গিয়েছে। যেটি রাকেশেরই মৃতদেহ। তবে টোটো ও মোবাইল ফোন পাওয়া যায়নি।
এসডিপিও (রানাঘাট) সহ পদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে এসে এই ঘটনাটির তদন্ত শুরু করেছে। টোটো এবং মোবাইল ফোন উধাও হয়ে যাওয়ায় এটি একটি খুনের ঘটনাও হতে পারে বলে মনে করা হচ্ছে। এর সাথে সাথে পু্রোনো কোনো শত্রুতার কারণে পরিকল্পিত খুন করার বিষয়টিও একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না।