নিজস্ব সংবাদদাতাঃ শিলিগুড়িঃ এবার শিলিগুড়িতে এক জন টোটোচালকের বিরুদ্ধে পুলিশকে মারধরের অভিযোগ উঠলো। গতকাল শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা ক্রীড়াঙ্গন সংলগ্ন গোষ্ঠ পালের আবক্ষ মূর্তির সামনে ঘটা এই ঘটনায় শিলিগুড়ি থানার অধীন পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ অভিযুক্ত টোটোচালক সঞ্জীব ঘোষকে গ্রেফতার করেছে।
এটি শিলিগুড়ি শহরের অন্যতম ব্যস্ততম রাস্তা। এই মোড়ে সকালবেলা থেকে রাতেরবেলা অবধি যানজট থাকে। আর নিয়ম ভেঙে টোটো চলাচলের ফলে যানজটও তৈরী হয়। তাই শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ট্র্যাফিক বিভাগ থেকে একাধিক নির্দেশিকা জারি করা হয়েছে। কিন্তু তবুও টোটোর গতিবিধি নিয়ন্ত্রণ করা যায়নি। এদিন অভিযোগ ওঠে, একটি টোটো ট্রাফিক সিগন্যালের তোয়াক্কা না করেই ভুল রাস্তা দিয়ে ঢুকে পড়ায় যানজটের সৃষ্টি হয়। এরপর এক জন ট্র্যাফিক পুলিশ টোটোটিকে আটক করলে চালকের সাথে বচসা শুরু হয়।
Sponsored Ads
Display Your Ads Here
বেশ কিছুক্ষণ ধস্তাধস্তিও চলে। পরে পুলিশ এসে সঞ্জয়কে আটক করে। এদিকে সঞ্জয়ের দাবী, ‘‘তাকে এক জন যাত্রী হাত দেখানোয় রাস্তার থেমে যায়। তারপর পুলিশ এসে সঞ্জয়কে নামতে বলে। তবে সঞ্জয় রাজি না হলে ঘাড় ধরে গাড়ি থেকে নামানো হয়।’’ অন্যদিকে, ডিসি (ট্র্যাফিক) বিশ্বচাঁদ ঠাকুর জানান, ‘‘ওই রাস্তায় টোটো চলাচলে বিধিনিষেধ ছিল। পুলিশের গায়ে হাত দেওয়ার মতো ঘটনাও ঘটেছে। অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’’
Sponsored Ads
Display Your Ads Here