নিজস্ব সংবাদদাতাঃ মেদিনীপুরঃ পশ্চিম মেদিনীপুরের খড়গপুর টাউন থানার অন্তর্গত ১৫ নম্বর ওয়ার্ডের নিউ সেটেলমেন্ট এলাকায় তৃণমূলের কার্যালয়ের সামনে দুষ্কৃতীদের বন্দুক নিয়ে হামলার জেরে ১ জন তৃণমূল কর্মী গুলিবিদ্ধ হলেন। আর কিছু বুঝে ওঠার আগেই দুষ্কৃতীরা স্কুটি নিয়ে চম্পট দিলেন। আহত ওই কর্মীর নাম বি সন্তোষ। বাড়ি নিউ সেটেলমেন্ট এলাকায়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক শোরগোল ছড়িয়ে পড়ে।
তৃণমূল সূত্রে খবর, এদিন কয়েক জন তৃণমূল কর্মী দলীয় কার্যালয়ের বাইরে একটি গাছের তলায় বসেছিলেন। তখনই তিন জন যুবক একটা স্কুটিতে করে মুখ ঢাকা অবস্থায় আসতেই তৃণমূল কর্মীরা ছুটে পালায়। এরপর স্কুটি থেকে নামা এক জন যুবকের হাতে বন্দুক রয়েছে দেখতে পেয়ে তৃণমূল কর্মীদের কয়েক জন তাদের দিকে গুলি ছুঁড়ে পালানোর চেষ্টা করেন। তারপর পাল্টা ওই যুবকরা পাঁচ রাউন্ড গুলি চালাতেই সন্তোষের কোমরের নীচে এসে লাগে। জানা গিয়েছে, তার ডান পায়ের হাঁটুতে সমস্যা থাকায় দৌড়ে পালাতে পারেনি। আর দুষ্কৃতীরা গুলি চালিয়েই ওই স্থান থেকে পালিয়ে যায়।
Sponsored Ads
Display Your Ads Here
এরপরেই সন্তোষকে আহত অবস্থায় প্রথমে খড়গপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সন্তোষকে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করানো হয়েছে। এদিকে ওই যুবকদের মুখ ঢাকা থাকায় তাদের চেনা সম্ভব হয়নি। অন্যদিকে, পুলিশকে বিষয়টি জানানো হলে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে সেখানকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হয়। আর ঘটনাস্থল থেকে একটি খালি কার্তুজও উদ্ধার হয়েছে। আপাতত ওই স্কুটি ও দুষ্কৃতীদের চিহ্নিতকরণও করা হয়েছে। তবে এই হামলার কারণ জানতে ইতিমধ্যে তদন্ত শুরু করা হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here