পিঙ্কি পালঃ দক্ষিণ চব্বিশ পরগণাঃ গতকাল রাতেরবেলা দক্ষিণ চব্বিশ পরগণার বাসন্তী থানার আমঝাড়া গ্রাম পঞ্চায়েতের ঢুঁড়ি এলাকায় শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্বে এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। এই ঘটনায় গুরুতর জখম হয়েছে মোরসেলিম শেখ নামে এক জন যুব তৃণমূল কর্মী।
স্থানীয় সূত্রে জানা গেছে, মোরসেলিম বাজারে চা খেতে গিয়েছিলেন। কিন্তু সেখানে হঠাৎ তাকে তৃণমূলের বেশ কয়েক জন সমর্থক লাঠি ও লোহার রড দিয়ে বেধড়ক মারধর শুরু করে। এরপর এলাকাবাসীরা মোরসেলিমকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করেন।
Sponsored Ads
Display Your Ads Here
মোরসেলিম পুলিশের কাছে অভিযোগ দায়ের করে যে, ‘‘এলাকায় তৃণমূল আশ্রিত বেশ কিছু দুষ্কৃতী এবং সমাজবিরোধী আছে। যারা চায় তাদের সাথে দল করতে হবে। আর ওই ইচ্ছাকে প্রাধান্য না দেওয়ায় এই অত্যাচার করা হয়েছে।’’ তবে স্থানীয় তৃণমূল নেতারা অভিযোগ অস্বীকার করেছেন।
Sponsored Ads
Display Your Ads Here
যদিও পুলিশ অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমেছেন। এলাকার যুব তৃণমূল নেতা বাবলু কয়াল দাবী করেন, ‘‘স্থানীয় তৃণমূল নেতা রাজা গাজির নির্দেশে আজাদ কয়াল ও তার লোকেরা হামলা চালিয়েছে।’’ পাল্টা আজাদ অভিযোগ করে জানান, ‘‘বাসন্তীতে তৃণমূলের মিটিংয়ে যাওয়ার কারণে আমাদের লোকেদের মারধর করা হচ্ছিল। আমরা তাতে বাধা দিয়ে প্রতিরোধ গড়ে তুলি।’’
Sponsored Ads
Display Your Ads Here