নিজস্ব সংবাদদাতাঃ নদীয়াঃ এবার নদীয়ার চাপড়ায় কল্যাণদহে ১ জন তৃণমূল কর্মীকে কুপিয়ে খুন করার অভিযোগ উঠলো কংগ্রেসের দিকে। আর আহত হয়েছেন ১১ জন তৃণমূল কর্মী। মৃতের নাম আমজাদ হোসেন।
তৃণমূলের দাবী, ‘‘দলবদ্ধ ভাবে ভোট দিতে যাওয়ার সময় কংগ্রেস কর্মী-সমর্থকেরা তৃণমূল কর্মীদের উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালান।’’ এই ঘটনায় আহতদের উদ্ধার করে চাপড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ভর্তি করানো হলে আমজাদের মৃত্যু হয়। কিন্তু বাম-কংগ্রেস নেতৃত্বের তরফে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
চাপড়ার তৃণমূল বিধায়ক রুকবানুর রহমান এই ঘটনা প্রসঙ্গে জানান, ‘‘তৃণমূল সমর্থক ভোটারেরা ভোট দিতে যাওয়ার সময় কংগ্রেসের দুষ্কৃতীরা ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। কংগ্রেস সন্ত্রাস করে এলাকার দখল করতে চাইছে। তবে মানুষ নিজের গণতান্ত্রিক অধিকার বুঝে নেবে।’’
Sponsored Ads
Display Your Ads Here
অন্য দিকে, জেলা কংগ্রেসের নেত্রী সিলভি সাহা এই বিষয়ে বলেন, ‘‘চাপড়ায় অবাধে ভোট লুট চলছে। কোথাও পুলিশ বা কেন্দ্রীয় বাহিনী নেই। আমাদের কর্মীদের মারধর করে এলাকা ছাড়া করার চেষ্টা চলছে। তৃণমূল সন্ত্রাস করে বিষয়টি অন্য দিকে ঘোরাতে এই মিথ্যে অভিযোগ করছে।’’
Sponsored Ads
Display Your Ads Here