নিজস্ব সংবাদদাতাঃ বর্ধমানঃ তৃণমূলে নবজোয়ার কর্মসূচী নিয়ে আজ বর্ধমানের মেমারিতে হাজির হয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। গতকাল ওই সভার প্রস্তুতির তদারকি করে নিজের স্কুটি নিয়ে বাড়ি ফেরার পথে মেমারি-জামালপুর রোডের পারিজাত নগরের কাছে দুর্ঘটনায় মৃত্যু হলো ১ জন তৃণমূল নেতার। মৃতের নাম শুভেন্দু গুহ।
জানা গেছে, ফেরার পথে আচমকা শুভেন্দুর স্কুটির সঙ্গে একটি চারচাকা গাড়ির সংঘর্ষ হলে প্রত্যক্ষদর্শীরা তাকে গুরুতর আহত অবস্থায় মেমারি গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। পুলিশ খবর পেয়ে ইতিমধ্যে ওই চারচাকা গাড়ি সহ চালককে আটক করেছেন। শুভেন্দুর আকস্মিক মৃত্যুতে স্থানীয় নেতৃত্ব শোকস্তব্ধ।
Sponsored Ads
Display Your Ads Here