নিজস্ব সংবাদদাতাঃ হাওড়াঃ রাজগঞ্জের পর এবার দক্ষিণ চব্বিশ পরগণার হাওড়ার ক্যানিংয়ে দুষ্কৃতীদের হাতে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হলো হাওড়া সদরের তৃণমূলের সংখ্যালঘু সেলের সম্পাদক ওয়াজুল খানের। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় এক আতঙ্কের পরিবেশ তৈরী হয়।
সূত্রের ভিত্তিতে জানা যায়, গতকাল রাতেরবেলা ওয়াজুলবাবু বাড়ির সামনে বসে ছিলেন। এমন সময় তাকে দুষ্কৃতীরা খুব কাছ থেকে পর পর গুলি করে পালিয়ে যায়। এরপর ওয়াজুল ঘটনাস্থলেই লুটিয়ে পড়লে তড়িঘড়ি নিকটবর্তী বেসরকারী হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।
Sponsored Ads
Display Your Ads Here
এই ঘটনার পরই পুলিশ পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে। এই ঘটনার পিছনে রাজনৈতিক কোনো কারণ আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। উল্লেখ্য যে বিধানসভা ভোটের আগে ওয়াজুলের ভাই গুড্ডু তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেয়। একসময় গুড্ডুর স্ত্রী নাসরিন খাতুন হাওড়া পুরসভার তৃণমূল কাউন্সিলর ছিলেন।
Sponsored Ads
Display Your Ads Here
প্রসঙ্গত শনিবার সন্ধ্যাবেলাও দক্ষিণ চব্বিশ পরগনার নিকারিঘাটা অঞ্চলের যুব তৃণমূলের সভাপতি মহরম শেখ দলীয় কার্যালয় থেকে বাড়ি ফেরার পথে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারায়।
Sponsored Ads
Display Your Ads Here