নিজস্ব সংবাদদাতাঃ মুর্শিদাবাদঃ এক জন আইনজীবীকে মারধর ও খুনের চেষ্টার অভিযোগে মুর্শিদাবাদের লালগোলা ব্লক যুব তৃণমূল সভাপতি ফারুক আবদুল্লাহের জেল হেফাজত হয়েছে। গতকাল ফারুক লালবাগ মহকুমা আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তার জামিনের আবেদন নাকচ করে তিন দিনের জেল হেফাজত মঞ্জুর করেন।
জানা যায়, গত ২৯ শে নভেম্বর লালগোলা থানার বাহাদুরপুর গ্রাম পঞ্চায়েতের দামোদরপুর গ্রামের বাসিন্দা আইনজীবী নুর মহম্মদ সেলিম আদালতের কাজ শেষ করে বাড়ির কাছে কৃষ্ণপুর গ্রামীণ হাসপাতালের গেটের সামনে দাঁড়িয়ে চা খাচ্ছিলেন। ওই সময় ফারুক দলবল নিয়ে নুর মহম্মদ সেলিমের উপর চড়াও হয়ে মারধর করে। এমনকি শ্বাসরোধ করে তাকে খুনের চেষ্টা করা হয়। এরপর নুর মহম্মদ সেলিম ফারুক ও তার দুই সঙ্গী জহিরুল ইসলাম ও তাজিরুলের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছিলেন।
Sponsored Ads
Display Your Ads Here
পুলিশ অভিযোগের ভিত্তিতে প্রথমে তাজিরুলকে গ্রেফতার করেছিল। বাকি দুই জন অভিযুক্ত অধরা ছিল। তবে গতকাল ফারুক লালবাগ মহকুমা আদালতে আত্মসমর্পণ করে আগাম জামিনের আবেদন করেন। কিন্তু বিচারক অভিযুক্তের আবেদন খারিজ করে দিয়েছেন। আর পুলিশকে এই বিষয় দ্রুত তদন্ত রিপোর্ট জমা দিতে বলেছেন। এছাড়া নুর মহম্মদ সেলিমকে মামলা তুলে নিতে বলে হুমকি দেওয়ার জন্য ফারুকের ঘনিষ্ঠ হিসাবে পরিচিত অসিফ খানের জেল হেফাজত হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
তবে এই হামলা কি কারণে করা হয়েছে, তা স্পষ্ট ভাবে জানা যায়নি। তৃণমূলের লালগোলা ব্লক সভাপতি মোতাহার হোসেন রিপন এই প্রসঙ্গে জানান, ‘‘যুব সভাপতির জেল হেফাজতের কথা শুনেছি। কিন্তু বিস্তারিত জানি না। খোঁজ নিয়ে দেখছি।’’
Sponsored Ads
Display Your Ads Here