নিজস্ব সংবাদদাতাঃ মুর্শিদাবাদঃ রবিবার বিকেলবেলা মুর্শিদাবাদের জঙ্গিপুরের বোলতলা বিএসএফ ঘাটে পদ্মা নদীতে স্নান করতে নেমে ১ জন নাবালক নিখোঁজ হয়ে পড়ে। কিন্তু ছত্রিশ ঘণ্টা পর নাবালকের দেহ নদী থেকে উদ্ধার করা হয়েছে। মৃতের নাম ইমরান শেখ। বয়স ১২ বছর। বাড়ি রঘুনাথগঞ্জ থানার মিঠিপুর গ্রাম পঞ্চায়েতের মুকুন্দপুরে। এই মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে পরিবারে শোকের ছায়া নেমে আসে।
জানা গিয়েছে, এদিন ইমরান পদ্মা নদীতে স্নান করতে নেমে আচমকাই তলিয়ে যায়। এরপরই পুলিশের কাছে খবর দেওয়া হলে পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী খবর পেয়ে ঘটনাস্থলে এসে উদ্ধারকাজ শুরু করে। অবশেষে যেখানে ডুবে গিয়েছিল, সেখান থেকে কয়েক কিলোমিটার দূরে নবাব জাইগির এলাকায় আজ তার দেহ উদ্ধার হয়। তারপর জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।