অনুপ জয়সওয়ালঃ উত্তর দিনাজপুরঃ চা বাগানের জমি বিবাদের জেরে দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক সংঘর্ষ ঘটে চালানো হয় গুলিও। এই গুলি চালানোর জেরে গুলিবিদ্ধ হয় এক ১০ বছরের কিশোর। গুলি চালানোর ঘটনাকে কেন্দ্র করে উত্তর দিনাজপুরের ইসলামপুর থানার বুড়িজাগির গ্রামের গাঠিয়াটোল এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।
https://www.youtube.com/watch?v=kgW5LdMVXsg
Sponsored Ads
Display Your Ads Hereস্থানীয় সূত্রে জানা গিয়েছে, ইসলামপুর থানার বুড়িজাগির গ্রামের গাঠিয়াটোল এলাকার একটি পরিত্যক্ত চা বাগানে কামরুল হক ও মহম্মদ হুদা নামে স্থানীয় দুই বাসিন্দার লোকজন চাষাবাদ করছিলেন। দীর্ঘদিন ধরেই চা বাগানের সেই জমির দখলদারি নিয়ে কামরুল এবং হুদার মধ্যে বিবাদ চলছিল।
Sponsored Ads
Display Your Ads Hereশুক্রবার ওই জমির দখলদারি নিয়ে পুনরায় বিবাদ শুরু হলে সেই বিবাদ চা বাগান থেকে গ্রামে চলে আসে। সেই সময় গ্রামের রাস্তায় শাহনাওয়াজ অন্যান্য ছেলেমেয়েদের সাথে খেলা করছিল। এরপর জমির দখলদারি নিয়ে চলা সংঘর্ষ থেকে গুলি চালানো হলে শাহনাওয়াজের পেটে গুলি লাগে।
Sponsored Ads
Display Your Ads Here
তারপর স্থানীয় বাসিন্দারা দ্রুত তাকে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকেরা শিলিগুড়ি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে দেন।
ইসলামপুর থানার পুলিশ খবর পেয়ে বিশাল পুলিশবাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় পুলিশ একজনকে আটক করার পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে।