নিজস্ব সংবাদদাতাঃ মথুরাঃ উত্তরপ্রদেশের মথুরায় ফাঁকা বাড়িতে ঢুকে ৯ বছর বয়সী কিশোরীকে যৌন হেনস্থা করায় বাধা দিতে গেলে গণধর্ষণ করার অভিযোগ ওঠে প্রতিবেশী দুই কিশোরের বিরুদ্ধে।
এমনকি গোটা ঘটনার ভিডিও করে ব্ল্যাকমেল চালিয়ে যায় যে কাউকে কিছু জানালে ওই ভিডিও সমাজমাধ্যমে পোস্ট করে দেওয়া হবে। তাই ওই কিশোরী ভয়ে চুপ করে ছিল। পরে পরিবার বিষয়টি জানতে পেরে যায়।
Sponsored Ads
Display Your Ads HereHTML / JS Code
এরপর কিশোরীর আত্মীয়ের অভিযোগের ভিত্তিতেই অভিযুক্ত দুই জন কিশোরের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। আপাতত মেয়েটিকে হাসপাতালে মেডিকেল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
Sponsored Ads
Display Your Ads HereHTML / JS Code
Sponsored Ads
Display Your Ads HereHTML / JS Code