নিজস্ব সংবাদদাতাঃ ঝাড়খণ্ডঃ সেলফি তুলতে গিয়ে বারবারই প্রাণ হারিয়েছে বহু কিশোর-কিশোরী। আর এবার ঝাড়খণ্ডের চিতারপুরের বাসিন্দা এক কিশোর তার এক বন্ধুর সঙ্গে রামগড় জেলার মুড়ি জংশনে ঘুরতে এসেছিল। নিজের সাহসিকতার পরিচয় দিতে স্টেশনে একটি মালবাহী ট্রেন আসতে দেখেই ওই কিশোর সেই মালবাহী ট্রেনের ছাদে উঠে সেলফি তুলতে গিয়েই ঘটে ভয়াবহ বিপত্তি।
সেলফি তোলার সময় হাই ভোল্টেজের ওভারহেড তারে হাত লাগতেই পুড়ে যায় ১৬ বছরের ওই কিশোর। আর তৎক্ষণাৎ ওই কিশোরের ঘটনাস্থলেই মৃত্যু ঘটে।
স্টেশনের আরপিএফ ইন্সপেকটর আর কে তিওয়ারি জানিয়েছেন, “ওই কিশোর ট্রেনের ছাদে উঠে সেলফি তুললেও ওভারহেড তার দিয়ে যে হাই ভোল্টেজ বিদ্যুত্ বইছে সেটি অনুমান করতে না পারাতেই ওই তারের সংস্পর্শে আসতেই বিদ্যুত্পৃষ্ট হয়ে মৃত্যু হয় তার। যার ফলে কিশোরের শরীরের অধিকাংশই পুড়ে যায়”।
পুলিশ কিশোরের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। ময়নাতদন্তের পরেই মৃতদেহটি তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়।
এই ঘটনায় প্রচণ্ড শোকের ছায়া নেমে এসেছে তার গোটা পরিবার।