অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ শনিবার সন্ধ্যাবেলা কলকাতার ফুলবাগান থানা এলাকার ক্যানাল সার্কুলার রোডে একটি বহুতলের ১১ তলার ছাদ থেকে পড়ে মৃত্যু হলো ১২ বছর বয়সী বিরাজ পচিসিয়া নামে একজন কিশোরের। পার্ক সার্কাস এলাকার একটি ইংরেজি মাধ্যম স্কুলের ছাত্র ছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই বহুতল আবাসনের সুইমিং পুলের কাছে একটি ব্যাপক জোরে কিছু পড়ার শব্দ শুনতে পেয়ে আবাসনের বাসিন্দারা ছুটে গিয়ে দেখেন, সুইমিং পুলের কাছে ওই বিরাজের রক্তাক্ত দেহ পড়ে রয়েছে। এরপর দ্রুত তাকে স্থানীয় একটি বেসরকারী হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।
ফুলবাগান থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিবারের সূত্রেও জানতে পেরেছে যে, বিরাজকে অনলাইন ক্লাসের জন্য ইলেকট্রনিক গ্যাজেট কিনে দেওয়া হয়েছিল। যা নিয়েই সারা দিন থাকত। পুলিশ গ্যাজেটটি উদ্ধার করে একটি জাপানি ওয়েব সিরিজ সম্পর্কে জানতে পারে। যা ‘ব্লু হোয়েল চ্যালেঞ্জ’ গেমের মতো খেলার শেষে অংশগ্রহণকারীকে আত্মঘাতী হওয়ার জন্য প্ররোচিত করে।
‘প্ল্যাটিনাম এন্ড’ নামক ওই সিরিজে দেখানো হয়েছে যে, কিশোর নায়ক ছাদ থেকে ঝাঁপ দিলে এক ‘দেবদূত’ তাকে প্রাণে রক্ষা করে। এর পরেই সিরিজের ওই কিশোর ঐশ্বরিক ক্ষমতার অধিকারী হয়। ফলে পুলিশের প্রাথমিক অনুমান, বিরাজ ওই জাপানি সিরিজ দেখেই ছাদ থেকে ঝাঁপ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল।
যদিও এর পাশাপাশি ওই কিশোর আত্মহত্যা করেছে কিনা তাও ভালোভাবে খতিয়ে দেখা হচ্ছে। আর মৃত্যুর সঠিক কারণ জানতে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলেই এই গোটা বিষয়টি স্পষ্ট হবে।