নিজস্ব সংবাদদাতাঃ শিলিগুড়িঃ স্বাধীনতা দিবসে উপলক্ষে শিলিগুড়ি ফাঁসিদেওয়ার হাঁসখোয়ায় একটি ক্লাবের তরফে হওয়া ফুটবল টুর্নামেন্ট চলাকালীন মাঠের পাশে থাকা একটি গাছের ডাল ভেঙে মৃত্যু হলো ১ দর্শকের। আর আহত হলেন বেশ কয়েক জন। মৃতের নাম ধনঞ্জয় সিংহ। বয়স মাত্র ১৭ বছর।
স্থানীয় সূত্রে খবর, ফুটবল প্রতিযোগীতার ফাইনাল ম্যাচ দেখতে প্রচুর মানুষ ভিড় করেছিলেন। তাই অনেকে মাঠের পাশে থাকা একটি বড়ো গাছের ডালে উঠে বসেছিলেন। কিন্তু ডালটি ভার সামলাতে না পেরে ভেঙে গিয়ে মাঠে দাঁড়িয়ে থাকা দর্শকদের উপর পড়তেই বেশ কয়েক জন আহত হন।
Sponsored Ads
Display Your Ads Here
এরপর দ্রুত আহতদের উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ধনঞ্জয়ের মৃত্যু হয়। আর বাকিরা গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
Sponsored Ads
Display Your Ads Here
টুর্নামেন্টের আয়োজকরা এই দুর্ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন। ক্লাবের তরফে রাজেশ রাই জানান, ‘‘প্রথমত, আমাদের বলার কোনো ভাষা নেই। বারংবার মাইকে বলা হচ্ছিল যে গাছে কেউ উঠবেন না। তবে তারপরেও বহু মানুষ গাছে উঠে খেলা দেখছিলেন। খেলা চলাকালীনই গাছ ভেঙে পড়ে এই দুর্ঘটনা ঘটেছে। আমরা মৃতের পরিবারের পাশে রয়েছি।’’
Sponsored Ads
Display Your Ads Here