নিজস্ব সংবাদদাতাঃ মহারাষ্ট্রঃ মহারাষ্ট্রের নাগপুরের কানহা পিমপ্রি এলাকায় একটি গাছ থেকে উদ্ধার ১৭ বছর বয়সী ১ জন কিশোরের মৃতদেহ।
পরিবার সূত্রে জানা গেছে, সকালবেলা কিশোরের মা জলখাবার না করায় সে মায়ের উপর ক্ষুব্ধ হয়। এরপর জলখাবার না পেয়ে তুমুল ঝগড়া শুরু করে কিছুক্ষণ পর রাগ করে বাইরে বেরিয়ে যায়। দীর্ঘক্ষণ বাড়ি না ফেরায় কিশোরের মা-বাবা পুলিশের কাছে নিখোঁজ ডায়েরী করেন। আর অপহরণ করা হয়েছে বলে অভিযোগও দায়ের করা হয়েছিল।
পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করলে দু’দিন পরে কিশোরের ঝুলন্ত দেহ নিকটবর্তী রেললাইনের ধারের একটি গাছ থেকে উদ্ধার করেন। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, সে আত্মঘাতী হয়েছে। আপাতত পুলিশ দুর্ঘটনাজনিত মৃত্যুর মামলা রুজু করে তদন্তের স্বার্থে ওই কিশোরের পরিবারকে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন।