ব্যুরো নিউজঃ আমেরিকাঃ গতকাল আমেরিকার পূর্বাঞ্চলীয় প্রদেশে ভার্জিনিয়ায় রিচনেক এলিমেন্টারি বিদ্যালয়ের ভিতরেই ৩০ বছর বয়সী এক জন স্কুলশিক্ষিকাকে গুলি করলো ৬ বছর বয়সী পড়ুয়া।
সূত্রের খবর অনুযায়ী, এই ঘটনায় অভিযুক্ত ছাত্রকে আটক করা হয়েছে। আজ ভার্জিনিয়া পুলিশের আধিকারিক স্টিভ ড্রিউ জানান, ‘‘এটি কোনো দুর্ঘটনা নয়। অভিযুক্ত ছাত্র নির্দিষ্ট ভাবে ওই শিক্ষিকাকে লক্ষ্য করে গুলি চালিয়েছে।’’

- Sponsored -
বিদ্যালয় কর্তৃপক্ষের দাবী, ‘‘আগে ওই ছাত্রের আচরণে কোনো অস্বাভাবিকতা লক্ষ্য করা যায়নি।’’ অধ্যক্ষ জর্জ পার্কার বলেন, ‘‘এই ঘটনায় সকলেই স্তম্ভিত। বিদ্যালয়ের পড়ুয়ারা যাতে কোনো অবস্থাতেই আগ্নেয়াস্ত্রের নাগাল না পায় তা আমাদেরই নিশ্চিত করতে হবে।’’