মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ উত্তর চব্বিশ পরগণার দেগঙ্গার চৌরাশি গ্রাম পঞ্চায়েতের রাজুকবেড়িয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের চাল চুরির অভিযোগে এলাকাবাসীরা শিক্ষককে তালাবন্দি করে রাখলেন। এছাড়া চুরির অভিযোগ তুলে শিক্ষককে মারধরও করেছেন। এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
এলাকাবাসীদের অভিযোগ, ‘‘দীর্ঘ দিন ধরে নিয়মিত ভারপ্রাপ্ত প্রধানশিক্ষক সমীরকুমার দে ৪০ থেকে ৫০ জন ছাত্র-ছাত্রীর উপস্থিত দেখিয়ে তাদের মিড ডে মিলের জন্য বরাদ্দ চাল চুরি করে শৌচাগারে লুকিয়ে রাখতেন। এদিন হাতেনাতে ধরা পড়েছেন।’’ এরপর বিষয়টি চাউর হতেই উত্তেজিত এলাকাবাসীরা তাকে ও সহ শিক্ষক চৈতন্য পালকে বিদ্যালয়ে তালাবন্দি করে রাখেন। এমনকি মারধরও করেন।
Sponsored Ads
Display Your Ads Here
তাছাড়া ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছাত্র-ছাত্রীদের সাথে খারাপ ব্যবহারও করেন বলে অভিযোগ উঠে এসেছে। পরে দেগঙ্গা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে শিক্ষক চৈতন্যবাবুও অভিযোগ করেন যে, ‘‘দিনের পর দিন প্রধান শিক্ষকের সই জাল করে বিদ্যালয় থেকে চাল চুরি করে বিক্রি করা হচ্ছে।’’ কিন্তু তিনি পুরো বিষয়টি অস্বীকার করেন।
Sponsored Ads
Display Your Ads Here
যদিও এলাকাবাসীরা এই জঘন্য অপরাধের শাস্তির দাবীতে সরব হয়েছেন। এর পাশাপাশি অভিযুক্ত প্রধান শিক্ষক এবং সহ শিক্ষককে বদলি করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবীও জানিয়েছেন। এর জেরে পুলিশ সমগ্র বিষয়টি যথাযথ তদন্তের মাধ্যমে খতিয়ে দেখছেন।
Sponsored Ads
Display Your Ads Here