নিজস্ব সংবাদদাতাঃ মেদিনীপুরঃ পূর্ব মেদিনীপুরের ভগবানপুর থানা এলাকায় তৃতীয় শ্রেণীর এক জন ছাত্রীকে যৌন হেনস্থা করার অভিযোগ উঠেছে এলাকার একটি বিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে। এই ঘটনার খবর চাউর হতেই এলাকায় শোরগোল পড়ে যায়।
জানা গেছে, প্রথমে ওই শিক্ষক ওই ছাত্রীকে বিদ্যালয়ের মধ্যে অশ্লীল ভিডিয়ো দেখান। এরপর শ্লীলতাহানি করেন। এই খবর প্রকাশ্যে আসতেই এলাকাবাসী বিদ্যালয়ের সামনে বিক্ষোভে ফেটে পড়েন। তবে বিক্ষোভ চলাকালীন অভিযুক্ত এলাকাবাসীদের হুমকি দিতেই ক্ষোভের মাত্রা আরো বেড়ে যায়। আর মুহূর্তের মধ্যেই ওই শিক্ষককে বিদ্যালয়ের মধ্যে আটকে রেখে বাইরে থেকে তালা দিয়ে দেওয়া হয়।
ভগবানপুর থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে ওই শিক্ষককে নিয়ে যায়। তখন পুলিশের সামনেই এলাকাবাসীরা তার উপর চড়াও হয়ে চড়-লাথি মারতে থাকে। এমনকি জুতো অবধি ছুঁড়ে মারা হয়। এদিকে ইতিমধ্যেই ওই শিক্ষক নিজের সব দোষ কবুল করে মুচলেকা দিয়েছেন। কিন্তু তাও অভিভাবকদের ক্ষোভ কমেনি। এলাকাবাসীরা সকলেই অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবী তুলে সরব হয়েছেন।