নিজস্ব সংবাদদাতাঃ মুর্শিদাবাদঃ মুর্শিদাবাদের বহরমপুরের পাকুরিয়া এলাকায় বোমা বিস্ফোরণকাণ্ডে এবার বাড়ির মালিক বাচ্চু মন্ডলকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া বাড়ি থেকে কয়েকটি তাজা বোমাও উদ্ধার করা হয়েছে। গতকাল বাচ্চুকে আদালতে হাজির করালে বিচারক পাঁচ দিনের জন্য পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
![- Sponsored -](https://indianprimetime.in/wp-content/uploads/2021/02/advertisehere.png)
- Sponsored -
প্রসঙ্গত, স্থানীয় চুয়াপুর বাজারে বাচ্চুর মিষ্টির দোকান রয়েছে। সেইসাথে জমি কেনাবেচার সাথেও যুক্ত ছিলেন। বাচ্চুর অভিযোগ, ‘‘ব্যবসায়িক শত্রুতার কারণেই আমাকে পরিকল্পনা করে ফাঁসানো হচ্ছে।’’ আপাতত পুলিশ এই ঘটনায় অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করছেন।