নিজস্ব সংবাদদাতাঃ মালদাঃ মালদার রতুয়ার মহারাজনগর হাই মাদ্রাসায় বিদায় সম্বর্ধনার অনুষ্ঠান আচমকাই রণক্ষেত্রে পরিণত হয়েছে। এই অনুষ্ঠানে ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রকে মারধরের অভিযোগ উঠেছে বিদ্যালয়ের টিচার ইন-চার্জের বিরুদ্ধে। আহত ছাত্রের নাম মাসিদুর ইসলাম।
 
বিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, দশম ও দ্বাদশ শ্রেণীর ছাত্রদের বিদায় সম্বর্ধনার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানের মাঝে একটি ছাগল ঢুকে পড়লে টিচার ইন-চার্জ আতাউর ইসলাম ছাগলটিকে তাড়ানোর নির্দেশ দিলে মাসিদুর ছাগলটিকে তাড়াতে দেরী করায় আতাউরবাবু তাকে সপাটে এক চড় মারেন।
Sponsored Ads
Display Your Ads Here 
এর জেরে মাসিদুর কানে আঘাত লাগায় লুটিয়ে পড়ে। এই ঘটনায় অন্যান্য ছাত্ররা উত্তেজিত হয়ে অভিযুক্ত শিক্ষককে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে। পুখুড়িয়া থানার পুলিশ ও রতুয়া দুই নম্বর ব্লকের বিডিও ঘটনাটির খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন। এরপর মাসিদুরকে আহত অবস্থায় বিডিওর গাড়িতে আড়াইডাঙা হাসপাতালে পাঠানো হয়।
Sponsored Ads
Display Your Ads Here 
এর পাশাপাশি আতাউরবাবুর ক্ষমা চাওয়ার দাবীতে দীর্ঘক্ষণ ধরে বিক্ষোভ চলে। তবে আতাউরবাবু বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেননি। জেলা বিদ্যালয় পরিদর্শক (ডিআই) সুজিত সামন্ত পুরো ঘটনাটির রিপোর্ট চেয়ে সমগ্র বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।
Sponsored Ads
Display Your Ads Here 
				
 
				 
								 
															













