নিজস্ব সংবাদদাতাঃ মুম্বইঃ মুম্বইয়ে স্থানীয় একটি মিশনারী স্কুলে বিদ্যালয়ের মধ্যেই ১৫ বছর বয়সী এক নাবালিকার উপর যৌন হেনস্থা চালানোর অভিযোগ উঠলো এক জন পিওনের বিরুদ্ধে। ধৃত যুবকের বয়স ২৮ বছর।
নাবালিকার পরিবার সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি মেয়ের হাবভাবে কিছু পরিবর্তন লক্ষ্য করায় বিদ্যালয়ে গিয়ে খোঁজ করতেই আসল কারণ জানা যায়। অভিযোগ ওঠে, গত ৫ ই সেপ্টেম্বর ওই নাবালিকাকে এক জন পিওন বিদ্যালয়ে একা পেয়ে শ্লীলতাহানি করে। এরপর থেকে ওই অভিযুক্ত বিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দিয়েছিল। নাবালিকার মা-বাবা বিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ করলে বিদ্যালয় কর্তৃপক্ষ ওই পিওনের বিরুদ্ধে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেন।
Sponsored Ads
Display Your Ads Here
পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে জানতে পেরেছে, ওই পিওন নাবালিকার উপর নজর রেখে একাধিক বার যৌন হেনস্থা করেছে। এমনকি নিজের মোবাইলে ভিডিও কলও করেছে। এই ঘটনায় পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় এফআইআর দায়ের করেছেন। আর অভিযুক্ত পিওনকে আদালতে তোলা হলে বিচারক আগামী ১৪ ই সেপ্টেম্বর অবধি হেফাজতের নির্দেশ দিয়েছেন।
Sponsored Ads
Display Your Ads Here