পিঙ্কি পালঃ দক্ষিণ চব্বিশ পরগনাঃ গতকাল দিনের বেলা দক্ষিণ চব্বিশ পরগণার কুলতলিতে দশম শ্রেণীর এক ছাত্রী সহপাঠীদের সাথে টিউশন থেকে বাড়ি ফেরার পথে দুই টোটোচালকের হাতে সকলের সামনে হেনস্থা হতে হয়। অভিযুক্তরা হলো ওবাইদুল্লা ও শাহজাদ নস্কর। এই ঘটনায় শুক্রবার রাতে কুলতলি থানায় অভিযোগ দায়ের করেছে নির্যাতিতার পরিবার ৷ ঘটনার তদন্তে নেমে দু’জন অভিযুক্তকেই গ্রেফতার করেছে পুলিশ ৷ তাঁদের শনিবার সকালে বারুইপুর মহকুমা আদালতে হাজির করানো হবে ৷
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নির্যাতিতা মাধ্যমিক পরীক্ষার্থী ৷ ছাত্রীর বাবা জানিয়েছেন, কয়েক জন সহপাঠীর সঙ্গে শুক্রবার সকালে টিউশন পড়ে বাড়ি ফিরছিল সে। তখনই একটি টোটো তাদের কাছে এসে থামে ৷ টোটোচালক শাহজাদ নস্কর এবং ওবাইদুল্লা ওই ছাত্রীকে উত্ত্যক্ত করেন ৷ তার হাত ধরে টানাটানি শুরু করেন। সে চিৎকার করলে তার মুখ চেপে ধরা হয় বলেও অভিযোগ করেছেন ছাত্রীর বাবা ৷ সে সময়ে বাকি ছাত্রীরা চিৎকার করলে পালিয়ে যান অভিযুক্তেরা ৷
Sponsored Ads
Display Your Ads Here
এই ঘটনায় আতঙ্কিত নির্যাতিতা-সহ বাকি ছাত্রীরা ৷ তারা পুরো বিষয়টি বাড়িতে গিয়ে বাবা-মাকে জানায় ৷ এর পর নির্যাতিতা এবং তার এক সহপাঠী, দু’জনের বাবা অভিযুক্তদের খোঁজ শুরু করেন। তাঁরা অভিযুক্তদের চিহ্নিত করে ফেললে তাঁদের পাল্টা হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ৷ ঘটনায় শুক্রবার রাতে কুলতলি থানায় অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা ছাত্রীর বাবা ৷ ঘটনার অভিযোগ পেয়ে দুই অভিযুক্তকে এলাকা থেকেই গ্রেফতার করে কুলতলি থানার পুলিশ ৷ নির্যাতিতার শারীরিক পরীক্ষাও করা হয় কুলতলি গ্রামীণ হাসপাতালে ৷ বারুইপুরের এসডিপিও অতীশ বিশ্বাস জানান, অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত করছে পুলিশ ৷ এই ঘটনায় দু’জনকে গ্রেফতার করা হয়েছে ৷
Sponsored Ads
Display Your Ads Here