Indian Prime Time
True News only ....

ক্লাসের মধ্যেই শিক্ষকের হাতে হেনস্থার শিকার ১ জন ছাত্রী

- Sponsored -

- Sponsored -

নিজস্ব সংবাদদাতাঃ কর্ণাটকঃ কর্ণাটকের কালবুর্গি জেলার আলন্দের একটি সরকারী ক্লাসের মধ্যেই ১১ বছর বয়সী এক জন পঞ্চম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠলো খোদ শিক্ষকের বিরুদ্ধে। আজ ওই শিক্ষককে গ্রেফতার করা হয়েছে।

জানা গিয়েছে, গতকাল দুপুরবেলা ওই ছাত্রী খাওয়ার খেয়ে ক্লাসে যাচ্ছিল। তখন শ্রেণীকক্ষে আর কেউ ছিল না। ওই সময় তাকে ওই শিক্ষক ধর্ষণের চেষ্টা করেন। আর মুখ বন্ধ রাখার হুমকি দেন। কিন্তু ওই ছাত্রী ভয়ে চিৎকার শুরু করলে সকলে তা শুনতে পেয়ে ছুটে আসে। এদিকে লোকজনকে আসতে দেখে অভিযুক্ত তাড়াতাড়ি বিদ্যালয় ছেড়ে পালিয়ে যান।

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

এদিকে ওই ছাত্রী বাড়ি ফিরে মা-বাবাকে সবটা জানানোর পর তারা প্রধানশিক্ষকের কাছে ও থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পাশাপাশি প্রধানশিক্ষককে ঘিরে বিক্ষোভ দেখান। আর নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন। এরপর পুলিশ ওই নির্যাতিতার পরিবারের অভিযোগের ভিত্তিতে ওই শিক্ষককে গ্রেফতার করে। পাশাপাশি অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস) অনুযায়ী শিশুদের উপর যৌন অপরাধ প্রতিরোধক আইন সহ (পকসো) অন্যান্য ধারায় মামলা রুজু করা হয়েছে।

- Sponsored -

- Sponsored -

Get real time updates directly on you device, subscribe now.

- Sponsored -

- Sponsored -

- Sponsored