ব্যুরো নিউজঃ ইরানঃ ইরানে মাহশা আমিনির মৃত্যু ঘিরে হিজাব বিরোধী বিক্ষোভের মধ্যেই এবার উত্তর-পশ্চিমে আরদাবিল শহরে বিদ্যালয়ের শ্রেণীকক্ষে ঢুকে ১৬ বছর বয়সী এক ছাত্রীকে পিটিয়ে মারার অভিযোগ উঠলো নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে। ফলে উত্তপ্ত পরিস্থিতি আরো ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
অভিযোগ উঠছে যে, নিরাপত্তা বাহিনী ওই বিদ্যালয়ে প্রবেশ করে বহু ছাত্রীকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আলি খোমেনেইয়ের প্রশংসাসূচক গান গাইতে বাধ্য করে। কিন্তু আসরা পানাহি নামে ওই ছাত্রী গান গাইতে অস্বীকার করায় মারধর করা হয়। এরপর আসরাকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলে গতকাল তার মৃত্যু হয়েছে।
তবে ইরান প্রশাসন আসরার মৃত্যুর দায় নিতে অস্বীকার করেছে। এদিকে আসরার এক জন আত্মীয় দাবী করেন যে, “তার হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে।” অন্যদিকে কাকতালীয় হলেও এটা সত্যি যে মাহশার ক্ষেত্রেও একই দাবী করা হয়েছিল।