নিজস্ব সংবাদদাতাঃ নদীয়াঃ মাওবাদী কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগে মঙ্গলবার স্পেশাল টাস্ক ফোর্সের একটি দল নদীয়ার হরিণঘাটায় অভিযান চালিয়ে জয়িতা দাস নামে এক ছাত্রীকে গ্রেপ্তার করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি ময়দান এলাকা থেকে একটি ব্যাগ উদ্ধার হয়। যার মধ্যে প্রচুর মাওবাদী লিফলেট পাওয়া যায়। ওই লিফলেট কারা ছাপায় ও কোথা থেকে এসেছে তা জানতে এসটিএফ তদন্তে নামেন। সেই সূত্র ধরেই কিছু দিন আগে মুর্শিদাবাদ থেকে প্রতীক ভৌমিক এবং হাসিবুক শেখ নামে দু’জন ব্যক্তি গ্রেপ্তার হন।
Sponsored Ads
Display Your Ads Here
আর প্রতীক ও হাসিবুককে জিজ্ঞাসাবাদ করতেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী জয়িতার নাম উঠে আসে। এরপর তার সাথে মাওবাদীদের যোগসাজশের একাধিক তথ্য তদন্তকারীদের হাতে আসে। জানা গিয়েছে, সংগঠনের প্রথম সারির নেত্রীদের মধ্যে জয়িতা এক জন। এমনকি ঝাড়খণ্ডের নাগরাকাটা জঙ্গলে মাওবাদী গোষ্ঠীর সাথে যোগাযোগ ছিল।
Sponsored Ads
Display Your Ads Here
তারপর থেকে জয়িতার গতিবিধি উপর নজর রাখতে শুরু করা হয়। এরপরেই তদন্তকারীরা সমস্ত তথ্যপ্রমাণ একত্রিত করে অভিযান চালানোর সিদ্ধান্ত নেয়। মঙ্গলবার দুপুরবেলা সে জাগুলিয়া মোড়ে ডাক্তার দেখাতে আসতেই সেখান থেকে গ্রেপ্তার হয়। তারপর স্বাস্থ্য পরীক্ষার জন্য এসএসকেএম হাসপাতালে নিয়ে যায়।
Sponsored Ads
Display Your Ads Here
গতকাল জয়িতাকে ব্যাঙ্কশাল আদালতে তোলা হলে বিচারক আগামী ৭ ই এপ্রিল পর্যন্ত পুলিশী হেফাজতের নির্দেশ দেন। আপাতত পুলিশ জয়িতাকে জেরা করে মাওবাদীদের সাথে যোগাযোগ কিভাবে, সংগঠনের কোন দায়িত্বে ছিলেন, কারা মাওবাদী কার্যকলাপের সাথে যুক্ত, কোন কোন শীর্ষস্থানীয় নেতার সাথে যোগাযোগ রয়েছে, শহরের আর কোথায় কোথায় মাওবাদী ঘাঁটি রয়েছে তা জানার চেষ্টা করছে।