নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ দিল্লির পুরসভা চালিত একটি বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীর এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠলো বিদ্যালয়ের এক পিওন ও তার তিন জন সহযোগীর বিরুদ্ধে। আপাতত ছাত্রীটিকে লালবাহাদুর শাস্ত্রী হাসপাতালে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। সেখানে তার কাউন্সেলিংও চলছে।
এই ঘটনায় পুলিশের কাছে অভিযোগ দায়ের করে বলা হয় যে, ওই ছাত্রীকে বিদ্যালয় থেকে একটি অপরিচিত একটি জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল। আর সেখানে কিছু খাইয়ে অচেতন করে গণধর্ষণ করা হয়। পরের দিন বার্ষিক পরীক্ষাতেও অনুপস্থিত ছিল।
দিল্লি পুরসভা সূত্রে জানা গেছে, ‘‘বার্ষিক পরীক্ষায় অনুপস্থিত থাকায় শিক্ষিকারা ছাত্রীর মাকে ফোন করলে প্রথমে জানানো হয়, ‘‘মেয়ের পেটে ব্যথা। পরে বলেন, বিদ্যালয়ের পিওন এবং সহযোগীদের কাছে ধর্ষিত হয়েছে।’’ কিন্তু পরিবারের তরফে থানায় অভিযোগ দায়ের করতে রাজি না হলেও বিদ্যালয়ের প্রধান শিক্ষক থানায় অভিযোগ দায়ের করেন।
এরপর পুলিশ অভিযোগের ভিত্তিতে অজয় নামে একজন পিওনকে গ্রেফতার করে বাকি তিন জনের খোঁজ চালাচ্ছেন। অজয় উত্তরপ্রদেশের গাজিয়াবাদের জৌনপুরের বাসিন্দা। এদিকে দিল্লির মহিলা কমিশন এই ঘটনায় দিল্লি পুরসভা ও পুলিশকে নোটিশ পাঠিয়েছে।
পাশাপাশি সঠিক সময় পদক্ষেপ গ্রহণ না করার জন্য প্রধান শিক্ষিকা এবং ক্লাসটিচারকে শোকজ নোটিশ পাঠানো হয়েছে। এছাড়া অভিযুক্ত পিওনকেও বরখাস্ত করা হয়েছে।