পিঙ্কি পালঃ দক্ষিণ চব্বিশ পরগণাঃ দক্ষিণ চব্বিশ পরগণার বারুইপুর থানা এলাকার চণ্ডীপুরে হ্যাপি ভ্যালির কাছে খেলতে গিয়ে মাঠের মধ্যে পড়ে থাকা বাজিতে বিস্ফোরণের জেরে আহত হয়েছে ষষ্ঠ শ্রেণীর আকাশ মালি নামে এক জন ছাত্র৷
পরিবার সূত্রে জানা গিয়েছে, আকাশ খেলতে গেলে মাঠে পড়ে থাকা বাজিতে আচমকা বিস্ফোরণ হয়। এরপর আশঙ্কাজনক অবস্থায় বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে ফের কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়। মৃতের দাদার দাবী, “পুলিশের ফেলে রাখা বাজিতেই এই দুর্ঘটনা ঘটেছে।”
Sponsored Ads
Display Your Ads Here
কিন্তু পুলিশ বিষয়টি অস্বীকার করেছে। তবে এখনো অবধি বারুইপুর থানা এলাকা থেকে ৪০ হাজার কেজি বাজি বাজেয়াপ্ত করা হয়েছে। আদালতের নির্দেশে সেই বাজি নষ্ট করা হবে বলে জানা গিয়েছে। যদিও পুলিশ সমগ্র বিষয়টির তদন্ত শুরু করেছেন। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে সমগ্র এলাকা জুড়ে আতঙ্কের পরিবেশ তৈরী হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here