নিজস্ব সংবাদদাতাঃ বীরভূমঃ শেয়ার বাজারের নামে চড়া সুদের প্রলোভন দেখিয়ে বাজার থেকে কোটি কোটি টাকার প্রতারণার অভিযোগে গ্রেফতার বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের এক জন ছাত্রী। এর আগে একই মামলায় ছাত্রীর দাদাও গ্রেফতার হয়েছেন।
জানা গেছে, চলতি বছরের ৩ রা ফেব্রুয়ারী বোলপুরে একটি নতুন চিটফান্ড সংস্থার হদিস মিলেছিল। যেখানে, ‘এসএস কনসালটেন্সি’ নামে ওই সংস্থা খোলা বাজার থেকে প্রায় ৩০ কোটি টাকা প্রতারণা করে। এরপর বোলপুর থানার পুলিশ একাধিক অভিযোগের ভিত্তিতে সংস্থার কর্ণধার শুভ্রায়ন শীলকে গ্রেফতার করেন।
Sponsored Ads
Display Your Ads Here
পুলিশ তদন্তে নেমে জানতে পারে বোলপুরের প্রায় ১৫০ জন যুবকের কাছ থেকে শেয়ার বাজারের নাম করে কোটি কোটি টাকা করে তোলা হয়েছে। ওই সময় শুভ্রায়নের বোন ঈশিতা শীলের নামে গ্রেফতারী পরোয়ানা জারি করা হয়েছিল। বর্তমানে ঈশিতা বিশ্বভারতীর সঙ্গীত ভবনের রবীন্দ্রসঙ্গীত বিভাগের স্নাতকোত্তরের প্রথম বর্ষের ছাত্রী।
Sponsored Ads
Display Your Ads Here
দীর্ঘদিন ওই ছাত্রীর বোলপুরের শুড়িপাড়া এলাকার বাড়িতে খোঁজ পাওয়া যাচ্ছিল না। অবশেষে গতকাল ঈশিতাকে পুলিশ পশ্চিম গুরুপল্লীর একটি ভাড়া বাড়ি থেকে গ্রেফতার করেন। এরপর বোলপুর মহকুমার বিশেষ আদালতে হাজির করানো হলে বিচারক পাঁচ দিনের পুলিশী হেফাজতের নির্দেশ দেন।
Sponsored Ads
Display Your Ads Here