নিজস্ব সংবাদদাতাঃ বর্ধমানঃ গতকাল পূর্ব বর্ধমানের কালনায় রেললাইন ধরে যাওয়ার সময় ব্যান্ডেল-কাটোয়া রেলপথের সোমড়াবাজার স্টেশনের কাছে ট্রেনের ধাক্কায় মৃত্যু হলো ১৮ বছর বয়সী সুচরিতা ঢক নামে ১ ছাত্রীর। বাড়ি কালনা থানার আনুখাল পঞ্চায়েতের বালিয়া এলাকায়।
পরিবার সূত্রে জানা গিয়েছে, সুচরিতা আনুখাল উচ্চ বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণীতে পড়ত। সোমড়াবাজারের মুড়াগড় এলাকায় দিদির বাড়ি থেকে বাড়ি ফেরার পথে কানে হেডফোন লাগিয়ে রেললাইন ধরে যাওয়ার সময় পিছন থেকে আসা একটি ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয়।
![- Sponsored -](https://indianprimetime.in/wp-content/uploads/2021/02/advertisehere.png)
- Sponsored -
এরপর রেলপুলিশ মৃতদেহ উদ্ধার করে কালনা মহকুমা হাসপাতালের পুলিশ মর্গে ময়নাতদন্তের জন্য পাঠান। তখনও তার নাম বা পরিচয় জানা যায়নি। এদিকে রাতেরবেলা সুচরিতা বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজ শুরু করতে আজ সকালবেলা খবর পেয়ে তারা হাসপাতালে এসে মৃতদেহ শনাক্ত করেন।