নিজস্ব সংবাদদাতাঃ মেদিনীপুরঃ আজ মেদিনীপুরের নয়াগ্রাম বিদ্যালয়ে ক্লাস চলাকালীন আচমকা ১ জন ষষ্ঠ শ্রেণীর ছাত্রীর মৃত্যু হয়। মৃত ছাত্রীর নাম পাপিয়া দে। বয়স ১১ বছর। বাড়ি গুড়গুড়িপাল থানার মুড়াকাটা গ্রামে। এই ঘটনায় ব্যাপক শোরগোল পড়ে যায়।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, পাপিয়াকে অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখে সহপাঠী বিষয়টা প্রথমে বুঝতে পারেনি। ভেবেছিল হয়তো ঝিম লেগে যাওয়ায় ব্যাগের ওপর মাথা রেখে শুয়ে আছে। এরপর বেশ কিছুক্ষণ ক্লাস চলার পর শিক্ষিকার নজরে আসতেই তিনি তাকে বকাবকি করতে থাকেন। কিন্তু কাছে আসতেই রীতিমতো ভয় পেয়ে যান। দেখেন পাপিয়ার শরীরে কোনো অসাড় হয়েছিল। তারপর পাপিয়ার পরিবারের সদস্যদের খবর দেন।
পরিবারের সদস্যরা আসতেই তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে সেখান থেকে মেদিনীপুর মেডিকেলে স্থানান্তরিত করা হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। পাশাপাশি মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পরিবারের দাবী, “পাপিয়ার শরীরে কোনো রোগ ছিল না।” যদিও প্রাথমিক ভাবে জানা গিয়েছে, পাপিয়ার হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। আর মেয়ের মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে আসে।