নিজস্ব সংবাদদাতাঃ মালদাঃ মালদার গাজলের কচুয়া গ্রামে জ্যাঠার বাড়ির শৌচাগার থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের স্নাতকোত্তরের প্রথম বর্ষের ১ জন ছাত্রের। মৃত ছাত্রের নাম উত্তম মার্ডির। বয়স ২২ বছর।
পরিবার সূত্রে জানা গেছে, ছোটো থেকেই উত্তম স্কুলশিক্ষক জ্যাঠা জোনাস মার্ডির বাড়িতে থাকত। ৩ রা অক্টোবর সে মালদা কলেজ থেকে শিলিগুড়িতে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের হস্টেলে যায়। ৭ ই অক্টোবর হস্টেল ছেড়ে জ্যাঠার বাড়িতে ফেরে। এরপর শৌচাগার থেকে মৃতদেহ উদ্ধার হয়। কাকার দাবী, “উত্তমের যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়ার ইচ্ছে ছিল। কিন্তু সেখানে র্যাগিংয়ের জেরে ছাত্র মৃত্যুর অভিযোগ ওঠায়, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়।’’
Sponsored Ads
Display Your Ads Here
জ্যাঠতুতো দিদি পাঞ্চালী মার্ডি জানায়, “হস্টেলের কিছু সিনিয়র ভাইয়ের দেহের গড়ন নিয়ে অশালীন মন্তব্য করেছিল। যা উত্তম মানতে পারেনি।” জেলার পুলিশ সুপার প্রদীপকুমার যাদব বলেন, “এখনো লিখিত অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আপাতত ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।”
Sponsored Ads
Display Your Ads Here
উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলেছেন, ‘‘উত্তম বিদ্যাসাগর হস্টেলে থাকত। সিনিয়র ছাত্রদের রামকৃষ্ণ হস্টেলের পিছনে ওই হস্টেল ছিল। ৬ ই অক্টোবর থেকে তাকে দেখা যায়নি বলে জানা গিয়েছে। এদিন ঘটনার খবর পৌঁছাতে পড়ুয়ারা কেউ বিষয়টি নিয়ে কথা বলতে চাননি।’’
Sponsored Ads
Display Your Ads Here
বিশ্ববিদ্যালয়ের রিসার্চ স্কলার ইউনিটের সভাপতি তথা টিএমসিপি (তৃণমূল ছাত্র পরিষদ) নেতা অয়ন মহান্তি র্যাগিংয়ের কথা অস্বীকার করে। আর বিশ্ববিদ্যালয়ের ডিন তথা ‘হস্টেল মনিটরিং কমিটি’র চেয়ারম্যান জানিয়েছেন, ‘‘বিশ্ববিদ্যালয়ে অ্যান্টি-র্যাগিং সেল, দুটো অ্যান্টি-র্যাগিং স্কোয়াড রয়েছে। উত্তম কাউকে কিছু জানায়নি।’’
পাশাপাশি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার স্বপন রক্ষিত বলে দিয়েছেন, ‘‘আমাদের কাছে এই নিয়ে কোনো খবর নেই। কোনো অভিযোগও নেই।’’