অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ শীত পড়লেও এখনো শহর থেকে ডেঙ্গি বিদায় নেয়নি। গতকাল রাতেরবেলা কলকাতায় ডেঙ্গিতে মৃত্যু হয়েছে ১ জন এক ছাত্রীর। মৃত ছাত্রীর নাম ফারহানা বেগম। বয়স ২১ বছর। আলিয়া বিশ্ববিদ্যালয়ের পার্ক সার্কাস শাখার তৃতীয় বর্ষের বিএসসি নার্সিং ছাত্রী ছিল। মূলত মালদার বাসিন্দা হলেও পড়াশোনার জন্য পার্ক সার্কাস এলাকার একটি হস্টেলে থাকত।
জানা গেছে, ফারহানাকে জ্বর সহ একাধিক উপসর্গ নিয়ে পার্ক সার্কাসের কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজে ভর্তি করানো হয়েছিল। এরপর ডেঙ্গি পরীক্ষা করা হলে রিপোর্ট পজিটিভ আসতে সেই অনুযায়ী চিকিৎসা চলছিল। কিন্তু ক্রমেই তরুণীর শারীরিক অবস্থার অবনতি হতে থাকলে আইটিইউতে রাখা হয়।
তবে শেষ অবধি মারা যয়। চলতি মরসুমে কলকাতা সহ রাজ্যের একাধিক এলাকায় ডেঙ্গির বাড়বাড়ন্ত ঘটেছিল। এতে বহু মানুষের মৃত্যুও হয়েছিল। যদিও এই মশাবাহিত রোগ রুখতে স্বাস্থ্য দপ্তর সচেতনতামূলক প্রচার ও সতর্কবার্তা জারি করেছিল। কিন্তু এই মশাবাহিত রোগ পিছু ছাড়েনি।