Reading Mode

নিজস্ব সংবাদদাতাঃ বিহারঃ বিহারের সহরসা জেলার একটি আবাসিক বিদ্যালয়ে হোমওয়ার্ক না করে আসায় সাত বছরের এক পড়ুয়াকে বেধড়ক মারধরের অভিযোগ উঠলো এক জন শিক্ষকের বিরুদ্ধে। আর এর জেরেই শিশুটির গুরুতর আহত হয়ে মৃত্যু হয়।

শিশুটির বাবার অভিযোগ, ‘‘ছেলে হোমওয়ার্ক করে না নিয়ে যাওয়ায় শিক্ষক বেধড়ক পিটিয়ে শাস্তি দেন। বিদ্যালয়ের এক পড়ুয়ার কাছ থেকে এই খবর পেয়ে বিদ্যালয়ে গিয়ে দেখা যায় ছেলে ঘরের মধ্যে অচৈতন্য হয়ে পড়ে রয়েছে। এরপর দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা জানান, অনেক আগেই মৃত্যু হয়েছে।’’

তারপর শিক্ষকের বিরুদ্ধে খুনের অভিযোগ এনে একটি এফআইআর দায়ের করা হয়েছে। পুলিশ অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত শিক্ষকের খোঁজ চালাচ্ছেন। এই ঘটনায় বিদ্যালয়ের অভিভাবকগণের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। এর পাশাপাশি অভিভাবকদের একাংশ বিদ্যালয় কর্তৃপক্ষের এই ভূমিকায় ক্ষোভ প্রকাশ করে অভিযুক্ত শিক্ষকের কঠোর শাস্তির দাবী জানিয়েছেন।