নিজস্ব সংবাদদাতাঃ নদীয়াঃ আজ নদীয়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী হাটখোলা জিরো পয়েন্ট এলাকায় দুষ্কৃতীর অস্ত্রের আঘাতে গুরুতর জখম হলেন হাটখোলা ভারত-বাংলাদেশ সীমান্তের ৮২ নম্বর ব্যাটেলিয়ানে কর্মরত রামপ্রতাপ নামে ১ জন জওয়ান। এই ঘটনাকে কেন্দ্র করে পুরো এলাকা উত্তপ্ত হয়ে ওঠে।
সূত্রের খবর অনুযায়ী, বিএসএফ এক জন বাংলাদেশী ব্যক্তিকে সীমান্ত এলাকায় একটি মাঠের মধ্যে ঘোরাফেরা করতে দেখে সন্দেহ হয়। এরপর ওই ব্যক্তির সাথে রামপ্রতাপের কথা কাটাকাটি হতেই আচমকা তাকে অস্ত্রের কোপ দেওয়া হয়। তারপর রামপ্রতাপকে উদ্ধার করে প্রথমে চাপড়া ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
Sponsored Ads
Display Your Ads Here
এই ঘটনায় পাচারে বাধা দেওয়ায় আক্রান্ত হয়েছেন কি না তা জানতে বিএসএফ ও চাপড়া থানার পুলিশ তদন্ত শুরু করছেন। ডেপুটি ইন্সপেক্টর জেনারেল কৃষ্ণনগর (হেড কোয়ার্টার) সঞ্জয় কুমার এই বিষয়ে জানান, ‘‘অপরাধীরা চোরা কারবারী এবং অপরাধমূলক কার্যকলাপে সাফল্য না পেলে জওয়ানদের উপর মারাত্মক হামলা চালায়। অপরাধীকে বিজিবির তরফ থেকে দ্রুত গ্রেফতারের ব্যাপারে আশ্বস্ত করা হয়েছে।’’
Sponsored Ads
Display Your Ads Here