নিজস্ব সংবাদদাতাঃ জলপাইগুড়িঃ আজ নিউ জলপাইগুড়ি স্টেশনের পাঁচ নম্বরে দাঁড়ানো ট্রেলারের ট্যাঙ্কে কতটা জল আছে তা মাপতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে ১ সেনা জওয়ানের। আর আহত হয়েছেন আরো কয়েক জন। এই ঘটনায় স্টেশন চত্বরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালবেলা পৌনে ৯ টা নাগাদ একটি সেনা ট্রেলার এনজেপি স্টেশনে পৌঁছাতেই এক জন সেনা ট্রেলারে থাকা ট্যাঙ্কে কতটা জল আছে তা মাপতে ওঠেন। আর ওভারহেড তার স্পর্শ করতেই একসাথে প্রায় ছয় জন সেনা বিদ্যুৎস্পৃষ্ট হন। এরপর দ্রুত আহতদের উদ্ধার করে স্থানীয় রেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে ৩৪ বছর বয়সী মনীশ মেহতা নামে এক জনের মৃত্যু হয়।
Sponsored Ads
Display Your Ads Here
বাকিরা হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে এক জনের অবস্থা আশঙ্কাজনক। রেলপুলিশ ও রেল সুরক্ষা বাহিনীর আধিকারিকরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান ৷ তারপর সেনা কর্মীরা স্টেশন চত্বর এবং হাসপাতাল ঘিরে ফেলেন। রেল সূত্রে জানা গিয়েছে, ওই ট্রেলারটি করে সেনাদের একটি ব্যাটালিয়ন অন্যত্র স্থানান্তরিত হচ্ছিল। কিন্তু এনজেপি স্টেশনে থামতেই দুর্ঘটনাটি ঘটে।
Sponsored Ads
Display Your Ads Here
উত্তর-পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে এই নিয়ে জানান, ‘‘এই ঘটনা খুবই দুঃখজনক। যখন ট্রেন স্টেশনে ঢুকল তখন সেনাদের জলের প্রয়োজনীয়তার কথা স্টেশনকে জানানো উচিত ছিল। তাহলে স্টেশন থেকে ব্যবস্থা করা হত। প্রয়োজনে ট্রেনটিকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হত।’’
Sponsored Ads
Display Your Ads Here