নিজস্ব সংবাদদাতাঃ নদীয়াঃ নদীয়ার বিজয়পুর সীমা চৌকি এলাকায় সীমান্ত পেরিয়ে ভারত থেকে বাংলাদেশে আমেরিকান ডলার ও প্রচুর গহনা নিয়ে যাওয়ার পথে বিএসএফের হাতে আটক হয়েছে এক জন পাচারকারী। ধৃতের কাছ থেকে প্রায় ১৮ লক্ষ টাকা মূল্যের গহনা এবং ৩৩ হাজার ডলার উদ্ধার হয়েছে। ধৃত তন্ময় বিশ্বাস নদীয়ার বাসিন্দা।
বিএসএফ সূত্রে জানা যায়, গোপন সূত্রে খবর পেয়ে বিজয়পুর সীমা চৌকি এলাকায় জোরদার তল্লাশি শুরু হয়। তখন এক জন সন্দেহভাজন যুবককে অনেকগুলি ব্যাগ নিয়ে সীমান্ত পেরোনোর চেষ্টা করতে দেখা যায়। তাকে তল্লাশি করে ছয়টি সোনার চুড়ি, ৩৯টি সোনার ব্রেসলেট ও ৩৩ হাজার আমেরিকান ডলার পাওয়া যায়। পরে বানপুর পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
তন্ময় জানিয়েছে, গত ৬ মাস ধরে তিনি চোরাচালানের সাথে যুক্ত। নদীয়ার চাঁদপুর এলাকার বলাই বিশ্বাস এবং শ্যামল বিশ্বাস নামে দু’জনের থেকে সোনার গয়না ও ডলার নিয়ে সীমান্ত পেরোনোর চেষ্টা করছিলেন। আর বিজয়পুর গ্রামের বাসিন্দা অমিত প্রামাণিক এবং তাপস প্রামাণিক সীমান্ত সংলগ্ন এলাকায় ওই জিনিসপত্র নেওয়ার জন্য অপেক্ষা করছিলেন। কিন্তু তার আগেই ধরা পড়ে যান।
Sponsored Ads
Display Your Ads Here