নিজস্ব সংবাদদাতাঃ হাওড়াঃ হাওড়া স্বামীজি সংঘের সুইমিং পুলে সাঁতার শিখতে নেমে জলে ডুবে মৃত্যু হয়েছে বিদীপ্ত ঘোষ নামে ৯ বছর বয়সী এক শিশুর। মর্মান্তিক এই মৃত্যুর ঘটনায় সমগ্র পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
জানা যায়, বিদীপ্ত মার সঙ্গে প্রশিক্ষণে এসেছিল। প্রশিক্ষকের তত্ত্বাবধানে অন্যান্য শিশুদের সাথেই সাঁতার কাটছিল। কিন্তু হঠাৎ অতিরিক্ত জল খেয়ে ফেলেছিল। তবে প্রশিক্ষক লক্ষ্য করার আগেই সে প্রায় অচৈতন্য হয়ে পড়ে। এরপর নজরে পড়তেই বিদীপ্তকে জল থেকে তুলে তড়িঘড়ি একটি বেসরকারী হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
![- Sponsored -](https://indianprimetime.in/wp-content/uploads/2021/02/advertisehere.png)
- Sponsored -
সেখানে পরিস্থিতির উন্নতি না হওয়ায় হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। চ্যাটার্জি হাট থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে সমগ্র ঘটনাটি কার গাফিলতিতে ঘটেছে তা নিয়ে জিজ্ঞাসাবাদের মাধ্যমে তদন্ত শুরু করেছেন।
এছাড়া এই ঘটনায় পুলিশের পক্ষ থেকে অনির্দিষ্টকালের জন্য স্বামীজি সংঘের সুইমিং পুল বন্ধ করে দেওয়া হয়েছে। এর পাশাপাশি ক্লাবের তরফ থেকেও প্রশিক্ষণ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্তত পক্ষে ১৫ দিন এই প্রশিক্ষণ কেন্দ্র বন্ধ থাকবে।