নিজস্ব সংবাদদাতাঃ মুর্শিদাবাদঃ আজ মুর্শিদাবাদের ফরাক্কা থানার আন্দুয়া গ্রামে গাড়ির চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারালো আনাস শেখ নামে ১১ মাসের এক শিশু। এই মর্মান্তিক ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আনাস বাড়ির দরজার সামনে বসেছিল। আর আচমকা একটি চারচাকা গাড়ির চালক ফোনে কথা বলতে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা পেরিয়ে বাড়ির দিকে উঠে এসে ধাক্কা মারে। এরপর দ্রুত পরিবারের সদস্যরা ওই শিশুটিকে গাড়ির নীচ থেকে উদ্ধার করে ফরাক্কার বেনিয়াগ্রাম হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
![- Sponsored -](https://indianprimetime.in/wp-content/uploads/2021/02/advertisehere.png)
- Sponsored -
এই ঘটনার জেরে এলাকায় চরম উত্তেজনা শুরু হয়ে যায়। পাশাপাশি পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে উত্তেজনা নিয়ন্ত্রণে আনেন। গাড়ি চালকের অন্যমনস্কতায় এমন দুর্ঘটনা ঘটেছে বলে এলাকাবাসীরা অভিযোগ জানিয়েছেন।
এর সাথে সাথে চালকের উপযুক্ত শাস্তির দাবী করেছেন। আপাতত পুলিশ ওই গাড়িটিকে আটক করলেও চালক পালিয়ে গেছে। ইতিমধ্যে পুলিশ ওই চালকের খোঁজে তল্লাশি শুরু করে দিয়েছেন।