ব্যুরো নিউজঃ আফ্রিকাঃ এক জন প্রৌঢ়াকে হত্যার দায়ে দোষী সাব্যস্ত হতে হলো একটি ভেড়াকে। যার জেরে আদালত তিন বছরের জন্য শাস্তিস্বরূপ ভেড়াটিকে কারাদণ্ড দিয়েছে। এছাড়া ভেড়াটির পশুপালকেরও শাস্তি হয়েছে। আফ্রিকার দক্ষিণ সুদানে এই বিরল ঘটনাটি ঘটেছে।
সূত্রের ভিত্তিতে জানা গিয়েছে, চলতি মাসের শুরুতে ৪৫ বছর বয়সী অ্যাডিউ চাপিং নামে এক জন প্রৌঢ়াকে ওই ভেড়া শিং দিয়ে গুঁতিয়ে রাস্তার উপর আছড়ে ফেলে দেয়। এর কিছু ক্ষণের মধ্যে ওই প্রৌঢ়ার ঘটনাস্থলে রক্তক্ষরণ হয়ে মৃত্যু হয়।
Sponsored Ads
Display Your Ads Here
এরপর পুলিশ খবর পেয়ে ওই ভেড়াটিকে বন্দি করে। আর আদালতে মামলা উঠলে মালেং আগোক পায়েম নামে একটি থানার পুলিশ ওই ভেড়াটিকে নিজেদের হেফাজতে নেয়। পরে তাকে আদালতে তোলা হয়।
Sponsored Ads
Display Your Ads Here
বিচারকের বিচারে, মহিলা নির্দোষ ছিলেন। ওই ভেড়াটি বিনা কারণে মহিলাকে আক্রমণ করে। তাই ওই ভেড়াটি শাস্তি পাওয়ার যোগ্য। ফলে ওই পশুটিকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়। এর পাশাপাশি ওই ভেড়ার মালিককেও ক্ষতিপূরণ হিসেবে মৃতার পরিবারকে পাঁচটি গরু দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।