চয়ন রায়ঃ কলকাতাঃ ‘পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের’ নবান্ন অভিযানে কলকাতা পুলিশের ট্র্যাফিক সার্জেন্ট দেবাশিস চক্রবর্তীর কলকাতার স্ট্র্যান্ড রোডের ফারলং গেটে ডিউটি পড়েছিল। তখনই গাড়ি করে যাওয়ার পথে বিক্ষোভকারীদের ছোঁড়া ইট এসে সোজা দেবাশিসবাবুর বাম চোখে লাগে। এছাড়া আরো দু’জন পুলিশকর্মী আহত হয়েছেন।
জানা গিয়েছে, ৩৭ বছর বয়সী দেবাশিসবাবু পূর্ব বিভাগের সাইবার সেলের ইনচার্জ হিসাবে কর্মরত ছিলেন। গতকাল অন্যান্য পুলিশকর্মীদের সাথে তিনিও ডিউটি করছিলেন। কিন্তু আন্দোলন ক্রমশ হিংসাত্মক আকার ধারণ করায় দেবাশিসবাবু সহ কয়েক জন পুলিশ আধিকারিককে স্ট্র্যান্ড রোডের দিকে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। সেই সময় বিক্ষোভকারীদের একাংশ পুলিশের গাড়ি লক্ষ্য করে ইট-বৃষ্টি শুরু করে। আর একটি ইট উড়ে এসে সোজা তার বাম চোখে লাগে। পাশাপাশি দেবাশিসবাবুর সঙ্গে থাকা সার্জেন্ট অতনু রায়চৌধুরী ও হোমগার্ড দেবাশিস কুণ্ডুও আহত হয়েছেন।
এরপর দ্রুত আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু দেবাশিসবাবুর আঘাত এতোটাই গুরুতর যে কলকাতার শঙ্কর নেত্রালয়ে এখনো চিকিৎসাধীন আছেন। হাসপাতাল সূত্রে খবর, সার্জেন্টের বাম চোখের দৃষ্টি হারানোর আশঙ্কা রয়েছে। প্রসঙ্গত, গতকাল নবান্ন অভিযানে পুলিশ এবং বিক্ষোভকারী, দুই পক্ষের বেশ কয়েক জন আহত হয়েছেন। পুলিশকে লক্ষ্য করে ইট ছোঁড়ার পাশাপাশি পুলিশকে মাটিতে ফেলে লাঠিপেটা ও লাথিও মারা হয়। ইটের আঘাতে বেশ কয়েক জন পুলিশকর্মীর মাথাও ফেটে যায়। এডিজি (দক্ষিবঙ্গ) সুপ্রতিম সরকার জানান, ‘‘নবান্ন অভিযানে কর্তব্য পালন করতে গিয়ে মোট পনেরো জন পুলিশকর্মী আহত হয়েছেন।’’