নিজস্ব সংবাদদাতাঃ মেদিনীপুরঃ পশ্চিম মেদিনীপুরের ঘাটালের মনোহরপুর সংলগ্ন এলাকায় দুই জন মাধ্যমিক পরীক্ষার্থী বাইকে করে পরীক্ষা কেন্দ্র যাচ্ছিল। কিন্ত রাস্তাতেই ঘটে গেল মারত্মক ঘটনা। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি এক। আর দেওয়া হল না পরীক্ষা। দুই পরীক্ষার্থীই ঘাটালের চৌকান নেতাজি বিদ্যাপীঠের ছাত্র। মনোহরপুর শ্রী রামকৃষ্ণ হাইস্কুলে মাধ্যমিকের সিট পড়েছিল। এদের মধ্যে শেখ নাবিদুল হাসান নামে এক পরীক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক। ভর্তি ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে।
সূত্রের খবর, দু’জনই এদিন চৌকান থেকে মনোহরপুরে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা তাঁদের উদ্ধার দ্রুত ঘাটাল সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভর্তি করেন। নাবিদুলের অবস্থা খারাপ হওয়ায় এদিন সে আর ভূগোল পরীক্ষা দিতে পারল না। ফেললেও বর্তমানে তাঁর জ্ঞান ফিরেছে। তবে তাঁর বন্ধু রাকিবুল হোসেনের চোট গুরুতর না হওয়ায় শেষ পর্যন্ত সে পরীক্ষা দিতে পেরেছে। জেলা হাসপাতালের সুপার মহেশ্বর মাণ্ডি এই প্রসঙ্গে বলেন, “খুবই দুর্ভাগ্যজনক ঘটনা। দু’টো ছেলে আহত হয়েছে। একজন জ্ঞান হারিয়ে ফেলায় পরীক্ষা দিতে পারল না। তবে ওই ছাত্র যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠে তার জন্য সবরকম ব্যবস্থা করা হচ্ছে।”
Sponsored Ads
Display Your Ads Here