অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ বেহালা চৌরাস্তার পর আজ আবার হরিদেবপুরে ট্যাক্সির ধাক্কায় আহত হয়েছে হরিদেবপুরের কালীতলার বলাকা এলাকার শ্রী সত্য বালবিহার বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর এক জন ছাত্র।
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, এদিন ওই ছাত্র পরিবারের এক জন সদস্যের সাথে বিদ্যালয়ে যাচ্ছিল। কিন্তু আচমকা সে হাত ছাড়িয়ে রাস্তার উপর চলে যায়। তখনই ওই ছাত্রকে একটি চলন্ত ট্যাক্সি ধাক্কা মারে। এতে ওই ছাত্রের মাথায় জোরে আঘাত লাগে। এরপর দ্রুত গুরুতর আহত অবস্থায় প্রথমে ঠাকুরপুকুরের একটি বেসরকারী হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
কিন্তু পরে সেখান থেকে এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করানো হয়। প্রসঙ্গত, গত শুক্রবার বেহালার চৌরাস্তা এলাকায় ৭ বছর বয়সী সৌরনীল সরকার নামে বড়িশা উচ্চ বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর এক জন পড়ুয়ার বিদ্যালয় যাওয়ার সময় মাটিবোঝাই একটি বেপরোয়া লরির ধাক্কায় মৃত্যু হয়। আর সৌরনীলের বাবা গুরুতর আহত হয়েছিলেন।
এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল বিক্ষোভ শুরু হয়ে যায়। ট্র্যাফিক গার্ডের দপ্তরে আগুন লাগিয়ে দেওয়া হয়। ধীরে ধীরে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ বাঁধলে পুলিশ পরিস্থিতি আয়ত্তে আনতে কাঁদানে গ্যাসের শেল ফাটান। অপর দিকে বিক্ষোভকারীরাও ইট ছুঁড়তে থাকেন। তাতে পুলিশকর্মীও আহত হয়েছেন। আর এই চাঞ্চল্যকর পরিস্থিতির জেরে যান চলাচল ব্যাহত হয়।