Indian Prime Time
True News only ....

বাস চালকের হাতে যৌন হেনস্থার শিকার ১ স্কুল ছাত্রী

- Sponsored -

- Sponsored -

- Slide Ad -

নিজস্ব সংবাদদাতাঃ মধ্যপ্রদেশঃ মহিলা রক্ষীর উপস্থিতিতেই একটি তিন বছর বয়সী ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে স্কুল বাসের চালকের বিরুদ্ধে। ধৃত বাস চালকের বয়স ৩২ বছর। তিনি দুই কন্যা সন্তানের বাবা। প্রায় দু’মাস আগে ওই বাস চালক একটি কিন্ডারগার্টেন স্কুলের বাস চালকের কাজ পান।

ওই ছাত্রীর মা অভিযোগ করেছেন যে, “বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পর মেয়েকে দেখে অবাক হয়ে যান। কারণ যে পোশাক পরে মেয়ে বিদ্যালয়ে গিয়েছিল সেটা পরে ফেরেনি। বিদ্যালয়ের ব্যাগে যে এক সেট জামাকাপড় থাকত সেটা পরে ফিরেছে।

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

জিজ্ঞাসা করায় কোনো উত্তর না দেওয়ায় সন্দেহ হতেই বিদ্যালয়ের প্রিন্সিপাল ও শিক্ষিকাদের সাথে যোগাযোগ করতেই জানতে পারেন, বিদ্যালয়ে কোনো পোশাক বদল হয়নি। পরে মেয়েকে আবার জিজ্ঞাসাবাদ করাতে বিষয়টি বুঝতে পারেন। এরপর ওই বাস চালক এবং মহিলা রক্ষীকে জিজ্ঞাসাবাদ করে সন্দেহ হতেই তাদের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন।”

পুলিশ ওই শিশুটির মা-বাবার অভিযোগের প্রেক্ষিতে ওই বাস চালক ও মহিলা রক্ষীকে গ্রেফতার করে তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬বি এবং পকসো ধারায় মামলা রুজু করেছেন। এছাড়া অভিযোগের ভিত্তিতে ওই শিশুটির ডাক্তারী পরীক্ষা হলে তাতে যৌন হেনস্থার প্রমাণ মিলেছে। কিন্তু এই ঘটনার চার দিন পর ওই শিশুটির মা-বাবা থানায় এসেছেন কেন তাও খতিয়ে দেখা হচ্ছে। 

- Sponsored -

- Sponsored -

Get real time updates directly on you device, subscribe now.

- Sponsored -

- Sponsored -

- Sponsored