ব্যুরো নিউজঃ ক্যালিফোর্নিয়াঃ সম্প্রতি ক্যালিফোর্নিয়ার সান মাতিয়ো অঞ্চলে ৯৩ বছর বয়সী গারট্রুড এলিজাবেথ মারিসন ম্যাক্সওয়েল নামে এক জন বৃদ্ধা ডিমেনশিয়াতে ভুগছিলেন। পরিবারের তরফ থেকে বৃদ্ধাকে ‘অ্যাট্রিয়া পার্ক সিনিয়র লিভিং ফেসিলিটি’ বৃদ্ধাবাসে রাখা হলে অভিযোগ ওঠে, সেখানে ফলের রসের পরিবর্তে বাসন মাজার তরল সাবান খাইয়ে দেওয়ায় তার মৃত্যু হয়েছে।
সূত্রের ভিত্ততে জানা গিয়েছে, ওই বৃদ্ধার ডিমেনশিয়া বা স্মৃতিভ্রংশের সমস্যা থাকায় প্রতিদিন খাবার খাইয়ে দিতে হত। কিন্তু ওই বৃদ্ধাবাসের কর্মচারীরা ভুল করে আঙুরের রস ভেবে বাসন মাজার তরল সাবান খাইয়ে দেওয়ায় তড়িঘড়ি স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলেও ওই বৃদ্ধার মৃত্যু হয়।
Sponsored Ads
Display Your Ads Here
বৃদ্ধাবাস কর্তৃপক্ষ নিজেদের গাফিলতির কথা স্বীকার করে জানিয়েছেন, ‘‘যে কর্মচারীদের গাফিলতিতে এই ঘটনা ঘটেছে ইতিমধ্যেই তাদের সাসপেন্ড করা হয়েছে। এর পাশাপাশি মৃতার বাড়ির লোকদের প্রতি সমবেদনা জানিয়ে, স্থানীয় প্রশাসনের সাথে সব রকম সহযোগীতা করার আশ্বাসও দিয়েছেন।’’
Sponsored Ads
Display Your Ads Here