নিজস্ব সংবাদদাতাঃ উত্তরপ্রদেশঃ গতকাল উত্তরপ্রদেশের পুরাণপুরের বিজেপি বিধায়ক বাবুরাম পাসোয়ানের তুতো ভাই ৭০ বছর বয়সী ফুলচাঁদকে পিটিয়ে খুনের অভিযোগে দু’জনকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় ফুলচাঁদবাবুর নাবালিকা নাতনী ও তার পরিবারের সদস্যদের মারধর করা হয়েছে।
সূত্রের খবর, এদিন পিলভীটে বাবুরাম পাসোয়ানের আত্মীয়র বাড়িতে একদল দুষ্কৃতী হামলা চালায়। দুষ্কৃতীরা ফুলচাঁদবাবুর বাড়ির সামনে পৌঁছে চিৎকার করছিল। এমনকি বাইরে থেকে পাথরও ছুঁড়েছিল। এরপর তারা বাড়ির ভিতরে ঢুকে তার নাবালিকা নাতনীকে টানতে টানতে রাস্তায় বার করে আনে। আর পরিবারের বাকি সদস্যদেরও মারধর করা হয়। এই ঘটনার পর আহত আট জনকে গুরুতর জখম অবস্থায় পুরাণপুর কমিউনিটি স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করানো হয়েছিল। পরে চিকিৎসা চলাকালীন ফুলচাঁদবাবুর মৃত্যু হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
এই ঘটনায় ওই বৃদ্ধের পরিবারের তরফে স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ অভিযোগের ভিত্তিতে পাঁচ জনের বিরুদ্ধে খুন সহ ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করেছে। বাকিদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। পাশাপাশি মৃতদেহ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এই ঘটনার পর এলাকায় তুমুল উত্তেজনা তৈরী হয়েছে। ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় বিশাল পুলিশবাহিনী মোতায়েন রেখেছে।
Sponsored Ads
Display Your Ads Here